Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

আলোচনাতেই আটকে আছে নারী বিপিএলের সম্ভাবনা

এক দশক ধরেই বাংলাদেশে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ সচল রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত বিপিএলকে কৃতিত্ব দিতেই হয়। 

চলতি বছরের জুলাইয়ে অবশ্য নারী বিপিএল শুরুর গুঞ্জন উঠেছিল। ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নারী বিপিএল চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিসিবি। ২০২৪ সালে মাঠে গড়ানোর কথাও জানিয়েছিলেন নারী দলের চেয়ারম্যান। বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ থাকবে বলেও নিশ্চিত করেছিলেন শফিউল আলম চৌধুরি নাদেল। তবে সেই সিদ্ধান্তের অগ্রগতি কত দূর হলো জানা গেল সেটি এবার।

জুলাই মাস শেষ হওয়ার পর কেটে গেছে আরো ৫ মাস, চলছে নভেম্বর। কতদূর এগোলো সেই নারী বিপিএল টুর্নামেন্ট। সেই বিষয়ে জানতে চাইলে আজ ঢাকা পোস্টকে নারী দলের চেয়ারম্যান নাদেল বলেন, 'এটা একদম চিন্তা ভাবনার পর্যায়ে। এখনো আমাদের চিন্তাতে আছে শুধু। আমরা হয়তো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারীতে দেখব সম্ভাবনা কতটুকু। কারণ ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ কতটা এটা আগে দেখতে হবে।'

নাদেলের কথাতেই স্পষ্ট যে নারী বিপিএল মাঠে গড়ানো এখনো আলোচনাতেই সীমাবদ্ধ। তিনি জানালেন সবকিছু ঠিক করেই কেবল অনুষ্ঠিত হতে পারে এই লিগ, 'আমরা আগেই চেষ্টা করব দলের ফ্র্যাঞ্চাইজি ঠিক করতে। ঐই ধরণের কেউ যদি থাকে আগে ঠিক করতে। কারণ আমরা সবকিছু করে আগাইলাম তখন ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেল না তখন তো একদম ফাঁকা আওয়াজ হয়ে যাবে যে করতে পারলাম না। এ কারণে এই মুহূর্ত থেকে একদম খোলাখুলি জানালাম আপনাকে।'

এর আগে গেল ২৪ জুলাই ঢাকা পোস্টকে নাদেল জানিয়েছিলেন নারী বিপিএল শুরু হবে চার দল নিয়ে, 'আনুমানিক হিসেবে ২০২৪ সালেই মাঠে গড়াবে। তবে এখনো পর্যন্ত কখন বা কই তারিখ কোন মাস এ সব নিয়ে কোনো প্রকার কথা হয়নি। প্রথম এডিশান হচ্ছে আগামী বছর এতটুকু নিশ্চিত। সবমিলিয়ে ৪ টি দল থাকবে টুর্নামেন্টে। ভেন্যুর বিষয়ে এখনো কথা হয়নি, তবে জানা যাবে সবকিছু তাড়াতাড়ি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে। তবে লিমিটেশান থাকবে কিনা সেটা এখনো আলোচনা হয়নি।'   

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না