মৌলভীবাজারের রাজনগর উপজেলার নলুয়ারমুখ (কালার) বাজারে এক দল মৌলবাদী কর্তৃক দোকানে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। হামলার শিকার দোকানটি শ্রী দূর্গা বস্ত্রালয়, যা ওই এলাকায় পরিচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলবাদি মো. মানিক বেগ, মো. গেন্দু মিয়া, মো. জুয়েল বেগ ও মো. মজনু মিয়া-এর নেতৃত্বে ১৬-১৭ জনের একটি দল এ হামলা চালায়। নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
দোকানের মালিক দাবি করেন, হামলার সময় তার দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ব্যবসার ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রাজনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।