নিজস্ব প্রতিবেদক
আরোহী সংগীত অ্যাকাডেমির পরিচালক ও সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী শাকিল আহমদ কয়েছের একমাত্র কন্যা আরোহী কয়েছ মাইশার ৯তম শুভ জন্মদিন উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সংগীত শিল্পী শাকিল আহমদ কয়েছের বন্ধু মহলের আয়োজনে ফ্লক এন্ড রক স্টুডিওতে কেক কাটার পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগীতশিল্পী এস এম শাহজাহান। জন্মদিন উদ্যাপনের মূল আকর্ষণ ছিল আরোহী কয়েছ মাইশার সবচেয়ে পছন্দের দাদু, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ ম ন জামান চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াত। তেলাওয়াত শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইশার প্রাণপ্রিয় বন্ধুরা এবং আরও অনেক বিশিষ্ট অতিথি। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের (সিলেট জেলা) সদস্য সচিব নোমান উদ্দিন রিপন, যুগ্ম আহ্বায়ক এম এ জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আবুল বশর, বিশিষ্ট সাংবাদিক খালেদ ওসমানী, কামাল দূর্জয়, বিশিষ্ট নাট্যকর্মী হাসান আহমদ।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন গৌতম চক্রবর্তী, এস এম শাহজাহান, এ এম এজাজ, সুমন বড়ুয়া, সৌমিত্র দে, অর্পা বড়ুয়া, ফজর ইসলাম, ফকির মাহমুদা, দুলাল, রতোমিতা মজুমদারসহ আরও অনেক গুণী শিল্পী।
আরোহী কয়েছ মাইশার জন্মদিন উদ্যাপনের মুহূর্ত