আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন সর্বত্র। করনের চ্যাট শোয়ে এসে আদিত্য ও অনন্যার প্রেমে সিলমোহর দিয়েছেন বান্ধবী সারা আলি খান।
অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তার প্রেম ভাঙার পর অনন্যার মন জয় করছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও। সদ্য অনন্যার জন্মদিন উদ্যাপন করতে জুটি পাড়ি দিয়েছিলেন মালদ্বীপ। প্রকাশ্যে ঘোষণা না করলেও আদিত্য-অনন্যা যে সম্পর্কে রয়েছেন তা ‘ওপেন সিক্রেট’। এর মাঝেই সুখবর দিলেন অনন্যা। শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সতীর্থরা।
মুম্বাইয়ে নতুন বাড়ি কিনলেন অভিনেত্রী। নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর ছবি দিয়ে অনন্যা লেখেন, নতুন পথচলা শুরু… শুভ ধনতেরস।
ইনস্টাগ্রামের পাতায় গৃহপ্রবেশের ছবি দেন অভিনেত্রী। এই মুহূর্তে সিনেমার পাশপাশি বেশ কিছু নামী ব্র্যান্ডের প্রচার মুখ অনন্যা।