খুলনার রূপসার জুট মিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। a
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করেছে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।