Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

সাকিবকে পাথর মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই

Mathews' brother threatened to stone Shakib

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষের দুইদিন পরেও যেন থামছে না সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস কেন্দ্রিক বিতর্ক। কারো দাবি, সাকিব নিয়মের সুযোগ নিয়ে তার ক্রিকেটীয় মেধার পরিচয় দিয়েছে, আর কারো কারো মতে টাইম আউট করিয়ে সাকিব স্পিরিট অব ক্রিকেট নষ্ট করেছেন। সাকিব বলছেন, তিনি যুদ্ধে ছিলেন আর জয়ের জন্য তখন যা করণীয়, তাই করেছেন। আর ম্যাথিউসের বক্তব্য, সাকিবের প্রতি সমস্ত সম্মান হারিয়ে ফেলেছেন তিনি। 

তবে সবকিছু ছাপিয়ে ম্যাথিউসের ভাইয়ের রাগটাই যেন সবার চেয়ে বেশি। এমনকি শ্রীলঙ্কায় কখনো সাকিবকে পেলে পাথর মারবেন এমন হুমকিও দিয়ে রেখেছে ত্রিভান ম্যাথিউস, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’ 

বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। এরপরেই তাকে ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশের লিটন কুমার দাস। সেসময় বেশ প্রশংসিতই হয়েছিল বাংলাদেশের এমন আচরণ। তবে ত্রিভান ম্যাথিউস মনে করেন, সাকিব তার আচরণে সেই স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছেন। 

নিজের হতাশা ব্যক্ত করে ম্যাথিউসের ভাই বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোন স্পোর্টসম্যান স্পিরিট নেই আর তিনি ভদ্রলোকের এই খেলায় কোন মানবিকতা দেখাননি।’  

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না