Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

ইয়াসীন হত্যা মামলায় ইমরানকে প্রধান আসামি করে মামলা

হবিগঞ্জের মাধবপুর ইয়াসিন হত্যা মামলায় প্রধান আসামী করে মো. ইমরান হোসাইনসহ আরো ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় মাধবপুর উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে এ মামলা দায়ের করেন চেয়ারম্যান ফারুক আহমেদ দারুল।

জানা যায়, ইমরান, বিজয়, শিমুল দেবনাথসহ আরো কয়েকজন ইউনিয়নের চেরম্যান ফারুক আহমেদ দারুলের জমিতে অবৈধ দখল করতে আসে। এসময় উভয়পক্ষ্যের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে চেয়ারম্যানের ভাতিজা ইয়াসীন আঘাত প্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে চেয়ারম্যান ফারুক আহমেদ দারুল বলেন, দীর্ঘ দিন থেকে ইমরান ও সাথীরা মিলে আমার বিভিন্ন কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। এতে আমি তাদের বার বার নিষেধ করেছি তবুও তারা সেটা মানেনি। তারা তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে পড়ে। অনেকদিন আগে তার পিতার থেকে আমি একটি জমি ক্রয় করেছিলাম। আমি তা ভোগ করে আসছি। এতদিন পর এসে ভারা বলছে এটা তাদের জমি। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আমার আভিজা ইয়াসীন গুরুতর আহত হলে তাকে নিয়ে হাসপালে যাই। এ নিয়ে আমি মো. ইমরান হোসাইন কে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে মাধবপুর খানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা একটি মামলা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবাররের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না