Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপির মিছিল

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ে লক্ষ্যে তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টায় উত্তরা-আশুলিয়া সড়কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্ব মিছিল হয়। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান প্রমুখ।

এ সময় রিজভী আহমেদ বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে।

জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন রিজভী।

অন্যদিকে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল ৭টায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে  সায়েদাবাদ জনপথ সড়কে ঝটিকা মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানা শ্রমিক দলের ৮-১০ জন নেতাকর্মী সড়কে মিছিল করেন।

তৃতীয় দফায় ডাকা বিএনপির চলমান এ অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না