মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ধলাই নদী থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীতে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
কমলগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহে পচন ধরায় তা শনাক্ত করা কঠিন ছিল, তবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
মৃত তরুণীর নাম অর্চি দেব (২৭) । তিনি শ্রীমঙ্গল উপজেলার ব্যবসায়ী অজয় দেবের ১ম মেয়ে।
অর্চির পরিবার জানায়, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সালেক মিয়া গং তাকে অপহরণ করে ছিল। তার মাতা লক্ষ্মী দেব জানান, কে বা কারা অপহণ করেছে তার প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে অর্চির কোনো সন্ধান মেলেনি।
লক্ষ্মী দেবের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তিনি বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের বক্তব্য ও জিডির তথ্যের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।