সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছৈলা আফজাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত এর বাড়িতে একদল সন্ত্রাসী হামলা ভাঙচুর চালিয়েছে।
মঙ্গলবার ৬ আগস্ট সকালে ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে ঘটনাটা ঘটে। আব্দুল বাছিত ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং মোঃ আব্দুল খালিক এর ছেলে।
পরিবারের সূত্রে জানা যায় ৫ আগস্ট সরকার পতনের পর পূর্বে শত্রুতার জের ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা দলবদ্ধহয়ে এসে হামলা চালায়
এ ঘটনায় স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিচার একদিন হবে বাংলার মাটিতে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।