মৌলভীবাজারের রায়শ্রী গ্রাম সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অপহরণের একদিন পর অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) ভোরে রায়শ্রী গ্রাম সংলগ্ন সুইচগেটের পাশে থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে প্রদীপ দেবের স্ত্রী স্মৃতি রাণী দেব ছেলে প্রিতম দেবকে রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
পরদিন ভোরে রায়শ্রী গ্রাম সংলগ্ন সুইচগেটের পাশে স্থানীয়রা অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণের পর ওই নারীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। এরপর রাতের কোনো একসময় অচেতন অবস্থায় সুইচগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মৌলভীবাজার থানার পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত অপহরণ ও যৌন নির্যাতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
মানবাধিকার সংগঠনগুলোর নেতারা বলছেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
অপরদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী বর্তমানে শারীরিকভাবে গুরুতর দুর্বল অবস্থায় আছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

.jpg)