২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষের ঘটনায় চার বছর পর আদালতে মামলা করা হয়েছে। ওই সময় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হানিফ খান ও স্বতন্ত্র জামায়াতপন্থী প্রার্থী এমরান হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল সালাম (৪৫) নামে এক যুবক নিহত হন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিহত আব্দুল সালামের ছেলে মনোয়ার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ ও তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাপগঞ্জ থানা পুলিশ প্রশাসনসহ মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে গোলাপগঞ্জ থানার ওসিকে এটি এফআইআর হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
আদালতে দায়ের করা মামলায় সংঘর্ষের ঘটনার সময় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া প্রার্থী আব্দুল হানিফ খানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ রোডের সামনে বৈইটিকর বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকা প্রার্থী ও স্বতন্ত্র জামায়াতপন্থী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে আব্দুল সালাম গুরুতর আহত হন এবং পরবর্তীতে আহত সালামকে নিয়ে সিলেট এমএএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।