Hot Widget

জাতীয় পরিচয়পত্র সংশোধন, সার্টিফিকেট সংশোধন, নতুন পাসপোর্ট বা নবায়ন, নতুন জন্ম নিবন্ধন বা সংশোধনসহ সকল প্রকার অনলাইন সেবা পেতে যোগাযোগ করুন সিলেট অনলাইন সার্ভিসে
যোগাযোগ করুন
অনুসন্ধান করতে এখানে লিখুন

রসুলগঞ্জে রিনা বেগমের ওপর ‘মিথ্যা অপবাদ’ প্রত্যাহার ও রাসেল বক্সের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে রিনা বেগমের ওপর করা অভিযোগ ও অপবাদ প্রত্যাহার এবং ঘটনাটিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় নারী–পুরুষ, কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা অভিযোগ করেন, প্রভাকরপুর গ্রামের যুবদল নেতা রাসেল বক্সের সঙ্গে রিনা বেগমের দীর্ঘদিনের সম্পর্কের জেরে মেয়েটির ওপর সামাজিকভাবে নিপীড়ন ও অপমানের ঘটনা ঘটে।

বক্তারা বলেন, প্রকাশ্যে কাউকে অপমান করা, হেয় করার সিদ্ধান্ত দেওয়া, চুল কেটে দেওয়া বা এলাকাছাড়া করার হুমকি—এসব কোনোভাবেই মানবাধিকার ও আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি করেন, রিনা বেগমের বিরুদ্ধে যে অপবাদ ছড়ানো হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।

মানববন্ধনে আরও উল্লেখ করা হয়, যেসব তরুণ (মুহিবুর রহমান, সুজন আলম ও জসীম উদ্দিন) বৈঠকে অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন, পরে তাদের ওপর হামলার ঘটনায়ও সঠিক তদন্ত ও বিচার প্রয়োজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এক অসহায় নারীর প্রতি অন্যায় আচরণ বরদাশ করা হবে না। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান এবং এ ধরনের ঘটনা আর না ঘটে।

ট্যাগ

মন্তব্য করুন

0 মন্তব্য
*কেউ মন্তব্যের ঘরে স্প্যাম করবেন না। *গালিগালাজ করবেন না