সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের যুবদল নেতা রাসেল বক্সকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
সূত্রে জানা যায়, ২নং পাটলি ইউনিয়নের সামাট গ্রামের নেকসার আলীর মেয়ে রিনা বেগমের সঙ্গে রাসেল বক্সের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রাসেল বক্স বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিনার সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। তবে রিনা বেগম পাঁচ মাসের অন্তঃসত্তা হলে রাসেল বিয়ে করতে অস্বীকার করেন।
এ ঘটনায় ২০ ডিসেম্বর স্থানীয়ভাবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত তিন যুবক — মুহিবুর রহমান, সুজন আলম এবং জসীম উদ্দিন — রিনার প্রতি অবিচারের প্রতিবাদ করলে রাসেল বক্স তার দলীয় ও এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিকে নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিনজন যুবক আহত হন।
ঘটনার প্রতিবাদে পরদিন ২১ ডিসেম্বর সকাল ১০টায় রসুলপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনের পর বিকেলেই পুলিশ অভিযান চালিয়ে রাসেল বক্সকে গ্রেফতার করে।

